৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি
আব্দুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি:
যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষে ২৪শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আট দিনের ছুটি ঘোষণা করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন।

রবিবার (২২শে ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ তামজীদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ আগামী ২৪-৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে।

উল্লেখ্য, ছুটিকালীন সময়ে জরুরি পরিষেবাসমূহ চালু রাখতে সংশ্লিষ্ট অফিস প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নবীনতর পূর্বতন