তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায় যুক্ত হতে হবে

তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায় যুক্ত হতে হবে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন সভ্যতা গড়তে তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায় যুক্ত হতে হবে। ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা আমরা এখনো গ্রহণ করতে পারিনি। এখন যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করা হচ্ছে। আসুন আমরা ভাবি যে কীভাবে এআই ব্যবহার করে উপরে উঠতে পারি এবং আমাদের উদ্যোক্তা ছেলে-মেয়েদের সুবিধার জন্য সমস্যাগুলো চিহ্নিত করতে পারি। বৃহস্পতিবার কায়রোতে ডি-৮ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা এসময় ডি-৮ নেতাদের সামনে দুটি প্রস্তাব উপস্থাপন করেন। তিনি বলেন, আসুন আমরা আমাদের বিশ্ববিদ্যালয় এবং সমতুল্য জ্ঞান প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ তৈরি করি এবং গভীর করি। বিশেষ করে ছেলে এবং মেয়েদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করার দিকে মনোনিবেশ করি। আমাদের উদ্যোক্তা এবং উচ্চতর শিক্ষা যে অবস্থানে আছে তার চেয়ে আরও সামনের দিকে যেতে হবে।

আমাদের লক্ষ্য হওয়া উচিত, এমন জ্ঞান-সমৃদ্ধি তৈরি করা যা আমাদের তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে জায়গা করে দেবে। যদি ডি-৮ বাণিজ্য ও বিনিয়োগ কাঠামোর দিকে নতুন করে নজর দিতে বলা হয়, তাহলে আমাদের তাই করা উচিত। ব্যবসা কেবল আমাদের সম্পদ গড়ার পেশা নয়, মানুষের জীবনে প্রভাব ফেলার জন্য রূপান্তর করতে হবে। 
তিনি বলেন, বহু বছর ধরে আমরা প্রচলিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আমাদের দেশগুলোর লাখ লাখ লোককে প্রাথমিক শিক্ষা এবং দক্ষ করার চেষ্টা করেছি। ১২০ কোটি মানুষের মধ্যে এটি একটি ক্রমবর্ধমান কঠিন কাজ। আমাদের আরও গভীরভাবে চিন্তা করতে হবে যে কীভাবে লাখ লাখ তরুণ প্রাপ্তবয়স্ককে কর্মক্ষেত্রে দক্ষ করে তোলা যায়, যেখানে সঠিক মনোভাব, মূল্যবোধ, নৈতিকতা কঠোর দক্ষতার মতোই গুরুত্বপূর্ণ। এখন যেহেতু মৌলিক এআই-ভিত্তিক সরঞ্জাম এবং অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেসযোগ্য, আসুন একটি সমবায় শেখার এজেন্ডা সম্পর্কে চিন্তা করি যা আমাদের জাতীয় উদ্যোগের পরিপূরক হতে পারে।
অধ্যাপক ইউনূস বলেন, আমরা এমন এক সময়ে মিলিত হয়েছি যখন বিশ্ব এক নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন। তারপরও অনেক সুযোগ আমাদের তাড়া করে বেড়ায়। যুব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া এই শীর্ষ সম্মেলনের মূল সুর আমাদের মিলিত আশা-আকাক্সক্ষার সঙ্গে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে।
প্রতিটি দেশেই রয়েছে বিপুল যুবশক্তি। বাংলাদেশে প্রতিবছর প্রায় আড়াই লাখ তরুণ-তরুণী শ্রমবাজারে প্রবেশ করছে। একটি বেসরকারি খাত চালিত অর্থনীতিতে, যখন আমরা তাদের বাজারের উপযোগী করে তুলতে বা চটপটে উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশে উৎসাহিত করার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাই যে, প্রযুক্তির উত্থান কীভাবে চ্যালেঞ্জ এবং সুযোগগুলোকে তৈরি করেছে যা আগে কখনো দেখা যায়নি। 
ড. ইউনূস বলেন, বাংলাদেশের গ্রামীণ অঞ্চল এমনকি এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বজুড়ে ভ্রমণ করে আমি দেখেছি যে, আজকের লাখ লাখ তরুণ কীভাবে চারপাশের প্রযুক্তি এবং উদ্ভাবনকে দ্রুত গ্রহণ করছে যা কয়েক বছর আগেও অনেকে অসম্ভব বলে মনে করেছিল।
নবীনতর পূর্বতন