চারিদিকে নতুনের উৎসব, দিনে দিনে বদলে যাচ্ছে বাংলাদেশ। এ যেন নতুন সূর্যোদয়। ধীরে ধীরে কেটে যাচ্ছে সব অন্ধকার। নতুন বাংলাদেশের স্বপ্ন রূপ নিচ্ছে বাস্তবে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের তরুণেরা। আর সেই ছোয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও। বিপিএলের সহযোগীতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করা হবে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে নেয়া হয়েছে নানা উদ্যোগ
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। এর আগেই পরিবর্তন এসেছে বিসিবির একাধিক পদে। পরিবর্তন হয়েছে বোর্ডের সভাপতি। নতুন নতুন সব উদ্যোগ নিয়ে সবাইকে চমকে দিচ্ছেন বিসিবির নতুন এই কর্তা। কথা দিয়েছিলেন এবারের বিপিএলে থাকবে নানা চমক। আর তার আভাস হয়তো কিছুটা হলেও টের পাচ্ছেন ক্রিকেট ভক্তরা।
বিপিএল উপলক্ষ্যে সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমজমাট এক কনসার্ট। বর্ণীল কনসার্টে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতেহ আলী খান এবং তার দল। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং অ্যাভোয়েড রাফাও গান গাইবেন অনুষ্ঠানে।
বাংলাদেশি শিল্পীদের মধ্যে মুজা, জেফার রহমান, সঞ্জয় এবং হান্নান থাকবেন অনুষ্ঠানে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠানটি শুরু হবে ২৩ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায়। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান।
বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে একসঙ্গে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল আগেই। গত ১লা ডিসেম্বর তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছে। এর আগে প্রদর্শন করা হয় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সহযোগীতায় তারুণ্যের উৎসব-২০২৫ উৎযাপন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই’ স্লোগানে ইতোমধ্যে একাধিক উদ্যোগ হাতে নিয়েছে মন্ত্রণালয়টি। জাতীয় সংসদের সামনে ‘এ্যাক্রোবেটিক শো’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে মন্ত্রণালয়টির পক্ষ্য থেকে।
এছাড়াও গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্র কৃর্তক বইমেলার আয়োজন করা হবে। সেইসঙ্গে বিক্রিত বই পরিবেশবান্ধব পাটের/কাপড়ের ব্যাগে ক্রেতাকে দিতে হবে। তা ছাড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মেলার আয়োজন করবে। অন্যদিকে আর্ট গ্যারারিতে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী করা হবে।