ঢাবিতে চলছে নন-ফিকশন ব‌ই মেলা

ঢাবিতে চলছে নন-ফিকশন ব‌ই মেলা
বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবিতে) ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে ঢাবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী অষ্টম নন-ফিকশন ব‌ইমেলা । ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ২৮, ২৯, ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এ মেলা। এতে অংশগ্রহণ করছে ৩৯ টি প্রকাশনা প্রতিষ্ঠান।

শনিবার (২৮ ডিসেম্বর ) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এই মেলা।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়াসহ বিভিন্ন প্রকাশনা কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. নিয়াজ আহমেদ খান বলেন, পাঠকের সাথে বইয়ের মেলবন্ধন তৈরি করতে এমন আয়োজন খুব‌ই জরুরি। আট বছর ধরে এধরণের শিক্ষার্থী বান্ধব মেলা চালিয়ে যাওয়া প্রশংসনীয় কাজ। এর জন্য বণিক বার্তা এবং ব্যবসায় শিক্ষা অনুষদকে ধন্যবাদ জানাই।

এসময় অধ্যাপক নিয়াজ আহমেদ খান প্রশাসনের উদ্যোগে এই আয়োজনকে রাজনীতি এবং দলাদলিমুক্ত রাখার অঙ্গিকার করেন। ভবিষ্যতে এই আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ২০১৫ সাল থেকে বণিক বার্তা ও ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই মেলা। এই মেলার উদ্দেশ্য অর্থনীতিসহ গবেষণাধর্মী বিষয়ের প্রতি পাঠক ও শিক্ষার্থীদের আগ্ৰহী করে তোলা। এবছর দুটি বইকে "নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪" সম্মাননা দেওয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন, জ্ঞানের চর্চা যদি সীমিত হয়ে যায় তবে দেশের উন্নতি সম্ভব না। যে দেশে যত জ্ঞানের চর্চা হবে সে দেশ তত এগিয়ে যাবে। দেশের উন্নতির স্বার্থে এবং জাতি গঠনের স্বার্থে এধরণের আয়োজন চলমান রাখতে হবে।
নবীনতর পূর্বতন