শাহারিয়া আহমেদ নয়ন, সোনারগাঁও ইউনিভার্সিটি:
২০ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোনারগাঁও ইউনিভার্সিটি আয়োজন করে একটি টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ। আজ সকাল ৯:৩০ মিনিটে ধানমণ্ডি ক্লেমন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচের উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। ম্যাচটিতে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। শহীদ সাজ্জাদ একাদশ এবং শহীদ রাসেল একাদশের মধ্যে অনুষ্ঠিত এই খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাদের ক্রীড়া দক্ষতা এবং দলগত প্রচেষ্টা সবার প্রশংসা অর্জন করে। শেষ পর্যন্ত শহীদ রাসেল একাদশ শহীদ সাজ্জাদ একাদশের বিপক্ষে জয়লাভ করে।
এই ম্যাচে খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি মহান বিজয় দিবসের ইতিহাস ও গৌরবময় অর্জনকে স্মরণ করেন। ম্যাচটি শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা এবং ক্রীড়া নৈতিকতার গুরুত্ব তুলে ধরেছে।
ম্যাচ শেষে বিজয়ী দল শহীদ রাসেল একাদশ এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে বিশেষ সনদ ও পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজয় দিবসের তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে।