বাকৃবি প্রতিনিধি: ময়মনসিংহে অবস্থিত জামালপুর জেলা সমিতির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে জনাব মো. সফিক উল্লাহ সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
বুধবার (২৫ ডিসেম্বর) ময়মনসিংহে অবস্থিত জামালপুর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সভায় আগামী দুই বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, সভার প্রথম অধিবেশনে বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়। প্রায় ৩ মাস আগে গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, মনোনয়নপত্র না কেনার কারণে, সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ শহরে বসবাসরত সমিতির আজীবন এবং সাধারণ সদস্যরা এ সভায় অংশগ্রহণ করেন।