নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ক্যাম্পাস’-এর নবীনবরণ-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী ডা. বাবর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “গ্রীন ক্যাম্পাস শুরু থেকেই পরিবেশ ও প্রকৃতি নিয়ে যে কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, নতুন সদস্যদের নিয়ে সংগঠনটি আরও দৃষ্টান্তমূলক কাজ করবে।”
প্রধান বক্তা ডা. বাবর আলী তার এভারেস্ট বিজয়ের স্মৃতিচারণা করে বলেন, “পর্বতের চূড়ায় ওঠা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে নতুন অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। তবে জীবনের লক্ষ্য অর্জনে সময় ব্যবস্থাপনার গুরুত্ব সবচেয়ে বেশি। প্রত্যেকের জীবনের চাহিদা ও চ্যালেঞ্জ ভিন্ন। সফল হতে হলে নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে এগিয়ে যেতে হয়।”
এছাড়া অনুষ্ঠানে ক্যাম্পাসের সবুজায়নে গ্রীন ক্যাম্পাসের ভূমিকা শীর্ষক প্রামাণ্যচিত্র তুলে ধরেন সংগঠনের সদস্য রাতুল মুন্সী। সংগঠনটির সভাপতি সাজন পাড় ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের বক্তব্যে বলেন, পরিবেশের সবুজায়নের পাশাপাশি মানুষের মনের সবুজায়ন নিয়েও কাজ করে গ্রীন ক্যাম্পাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত, গ্রীন ক্যাম্পাসের সদস্যসহ এবং সাধারণ শিক্ষার্থীরা।
নবীনবরণ আয়োজনটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন সদস্যদের সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে অনুপ্রাণিত করতে বিশেষ ভূমিকা পালন করেবে বলে মনে করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে সবাইকে উপহার দেয়া হয় পরিবেশবান্ধব গাছ।