কুয়েট প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে ৩ ও ৪ জানুয়ারি দুই দিনব্যাপী আয়োজিত হচ্ছে বিটফেস্ট ২০২৫।
৮ টি সেগমেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা অংশ নিচ্ছে বিটফেস্ট ২০২৫ এ। ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট, হ্যাকাথন, ডেটাথন,গেমিং কনটেস্ট, লাইন ফলোয়িং রোবট কম্পিটিশন, সকার বট, প্রজেক্ট শো-কেস ও আইটি বিজনেস কম্পিটিশনে রয়েছে সর্বমোট ৫ লক্ষ ৫০ হাজারের বেশি প্রাইজ মানি।
আজ শুক্রবার সারাদিনই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। ৪ঠা জানুয়ারি (শনিবার) পুরষ্কার বিতরণী ও সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হবে উৎসবমুখর এই আয়োজন।
/সাবিদ ইবনে নূর