বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভার ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সালমান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শম্পা খানম।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের সম্মানিত শিক্ষক ও প্রথম আলো গোপালগঞ্জ প্রতিনিধি। এদের মধ্যে আছেন এসিসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আলী খান, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আসাদুজ্জামান খান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসিরুদ্দিন, ইতিহাস বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক তন্বী সাহা, বি.আই.এল বিভাগের সহকারী অধ্যাপক সোহানা সুলতানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম এবং প্রথম আলো গোপালগঞ্জ প্রতিনিধি নূতন শেখ।
নবনির্বাচিত সভাপতি সালমান হোসেন এবং সাধারণ সম্পাদক শম্পা খানম তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেছেন, “বন্ধুসভার মূল লক্ষ্য তরুণদের নেতৃত্বে অনুপ্রাণিত করা এবং একটি সচেতন ও মানবিক সমাজ গঠন। আমরা বন্ধুসভার কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে বদ্ধপরিকর।”
উল্লেখ্য, নতুন কমিটির সদস্যরা আগামী এক বছরের জন্য বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। তাঁদের লক্ষ্য সমাজ ও শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনা। দীর্ঘদিন ধরে প্রথম আলো বন্ধুসভা শিক্ষা, সমাজসেবা, পরিবেশ সচেতনতা, সাহিত্যচর্চা এবং নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। বশেমুরবিপ্রবির বন্ধুসভাও এই আদর্শ অনুসরণ করে ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছে।