বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পদার্থ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার শুরু থেকেই কার্যক্রম চালিয়ে আসছে। তবে প্রশাসনিক জটিলতার কারণে এতদিন বিভাগটি কৃষি অনুষদের অধীনে ছিল। সম্প্রতি এটি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে পদার্থ বিজ্ঞান বিভাগটি প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত। শুধুমাত্র বাকৃবিতে এই বিভাগটি ১৯৬৪ সাল থেকে ২০২৫ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৬১ বছর কৃষি অনুষদের আওতাভুক্ত ছিলো। দীর্ঘ এই সময় প্রশাসনিক জটিলতায় কৃষি অনুষদ থেকে পদার্থ বিজ্ঞান বিভাগকে অবমুক্ত করা সম্ভব না হলেও বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচেষ্টায় অবশেষে বিভাগটি কৃষি প্রকৌশল অনুষদে স্থানান্তরিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বে কৃষি অনুষদে পদার্থ বিজ্ঞান বিভাগ হতে কোর্স কারিকুলাম আহ্বান করা হতো। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স পরিবর্তনের কারণে ১৯৬৯ সাল থেকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পাশ করা শিক্ষার্থীদের ভর্তি করার কারণে বিভাগটি কৃষি অনুষদে গুরুত্বহীন হয়ে পড়ে। তবে শুধুমাত্র কৃষি প্রকৌশল অনুষদে আবশ্যিক হিসেবে এই বিভাগের কোর্সসমূহ পড়ানো হয়েছে।
আরও জানা যায়, ২০০২ সালের এপ্রিলে বাকৃবির অবকাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠিত হয়। ওই কমিটি ৫টি সুপারিশ করে এবং এর মধ্যে ৩ নং সুপারিশটি ছিলো পদার্থ বিজ্ঞান বিভাগকে কৃষি অনুষদের আওতামুক্ত করে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত করার বিষয়ে। তবে বাকি ৪টি সুপারিশ বাস্তবায়িত হলেও ৩নং সুপারিশটি আলোর মুখ দেখে নি।
পরবর্তীতে ২০২৪ সালের মার্চে কৃষি অনুষদের ১৮০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কৃষি অনুষদ হতে পদার্থ বিজ্ঞান বিভাগকে অবমুক্ত করা হয়। এর ধারাবাহিকতায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন অনুষদীয় কমিটির ২০৯তম সভায় পদার্থ বিজ্ঞান বিভাগকে প্রকৌশল অনুষদে গ্রহণ করতে রেজিস্ট্রার বরাবর আবেদন করেন। ডিনের এই আবেদনটি ২০২৪ সালের মে মাসে শিক্ষা পরিষদের সভায় অন্তর্ভুক্ত হলেও পরিসমর্থনের জটিলতায় স্থানান্তর সংক্রান্ত বিষয়টি উপস্থাপিত হয় নি। তবে ২১০ তম সভায় বিষয়টি পরিসমর্থিত হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্যের আদেশক্রমে পদার্থ বিজ্ঞান বিভাগ দীর্ঘ ৬১ বছর পর কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়।