বাকৃবি প্রতিনিধি: আইএফআইসি ব্যাংক পিএলসি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়ালের উদ্যোগে শতাধিক অস্বচ্ছলের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৫ টায় ময়মনসিংহ সদরের সুতিয়াখালী এলাকার জামিয়া মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসায় ওই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি মোট তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। এসময় কম্বল বিতরণের পাশাপাশি মাদরাসার ৮ জন নারী শিক্ষার্থীর মাঝে ইবতেদায়ী পঞ্চম শ্রেণি পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাটির প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক আউয়াল। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারি আ: জলিল ও কোষাধ্যক্ষ আ: মালেক, সদস্য হাফেজ মাওলানা মনির হোসেন, সুতিয়াখালী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা এখলাছ উদ্দিন, সুতিয়াখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রফিকুল ইসলাম আকন্দ।
অধ্যাপক ড. আব্দুল আউয়াল বলেন, আজকের অনুষ্ঠানটি মোট তিনটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী হলেও অনুষ্ঠানের এই দায়বদ্ধতার কারণে উপস্থিত হতে পারি নি।
তিনি আরো বলেন, আমরা মাদরাসাটির উন্নয়নে কাজ করছি। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় বর্তমানে ১০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন খুব দ্রুতই শেষ হলে আমরা আরও ভালো করতে পারবো বলে আশাবাদী।