আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে রানার্স আপ নিলয়-জেমি

আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে রানার্স আপ নিলয়-জেমি
মো: স্বাধীন খন্দকার, রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ (ছাত্রী দ্বৈত) ইভেন্টে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছেন লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফরিন আক্তার নিলয় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জেমি সাইলুক তঞ্চঙ্গা।

আজ লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. নুরুল মোমেন-এর নিকট রানার্স আপ ট্রফি এবং স্পোর্টস ম্যানেজারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ মো. নাজমুল হায়দারকে মেডেল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান খান।তাদের এই অর্জনে বিভাগের সকলেই আনন্দিত এবং গর্বিত।
নবীনতর পূর্বতন