৩১ আসনে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়

৩১ আসনে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ৩১ আসনে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। ১০টি বিভাগ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১, দর্শন ৫, ইতিহাস ১, ইইই ১, ফোকলর ১৩, নৃবিজ্ঞান ৬, পপুলেশন সায়েন্স ১, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন ১, ব্যবস্থাপনা ১, ও মার্কেটিং বিভাগের ১টি আসনসহ মোট ৩১টি শূণ্য আসনের বিপরিতে ভর্তি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বিএ/বিএসসি (ইঞ্জি.)/বিএসএস/বিবিএ/ এলএলবি/বিএফএ শ্রেণির এ. বি এবং সি ইউনিটে শূণ্য আসনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের নামের পাশে উল্লিখিত বিভাগে আগামী ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রিপোর্ট গ্রহণ পূর্বক মেধাক্রম ও বিভাগের পছন্দক্রম অনুযায়ী দুপুর ২.০০-৪.০০ ঘটিকার মধ্যে স্ব-স্ব বিভাগে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া কোটা সংক্রান্ত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বিএ/বিএসসি (ইঞ্জি.)/বিএসএস/বিবিএ/এলএলবি/বিএফএ শ্রেণির এ, বি এবং সি-ইউনিটের সংযুক্ত তালিকা অনুযায়ী কোটার শূণ্য আসনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে আগামী ২২ জানুয়ারি সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ পূর্বক ফলাফল প্রকাশ করা হবে। 

উল্লেখ্য, এর আগে ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ এবং অভ্যন্তরীণ মেরিট ঈ মাইগ্রেশনের পর ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভায় গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়। 
৩১ আসনে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়


নবীনতর পূর্বতন