পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে সম্প্রতি পত্রিকা রুমটি সংস্কার করা হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এ ব্লকের দ্বিতীয় তলায় পত্রিকা রুম অবস্থিত। পত্রিকা রুম টি সংস্কারের আগে শিক্ষার্থীদের হলের রিডিং রুমে পত্রিকা পড়ার সুযোগ থাকলেও সেখানে কোন বিষয়ে আলোচনা করা সম্ভব হতোনা। যার কারনে হল প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং পত্রিকা রুমটি সংস্কার করেন।
ফলে এখন পত্রিকা রুম আবাসিক শিক্ষার্থীদের জন্য একটি আলোচনা ও বিতর্কের পরিবেশ তৈরি করবে। এটি তাদের যুক্তি প্রকাশের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে। পত্রিকা রুমে সময় কাটালে শিক্ষার্থীরা শুধু একাডেমিক পড়াশোনার বাইরে গিয়ে নিজেদের মানসিক বিকাশের দিকেও নজর দিতে পারবে। সমসাময়িক বিষয়ের উপর আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে, যা তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।
হল প্রশাসনের তত্ত্বাবধানে পত্রিকা রুমটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশে রূপান্তরিত করা হয়েছে। নতুন আসবাবপত্র, মানসম্মত আলো-বাতাসের ব্যবস্থা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা ও সাধারণ জ্ঞান অর্জনের জন্য আরও বেশি উৎসাহিত হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, "আমাদের নিউজ পেপার রুমটি আগে খুবই অগোছালো ছিল। এখন এটি অত্যন্ত সুন্দর ও ব্যবহারযোগ্য হয়ে উঠেছে। আমরা এখানে এসে সহজেই পড়াশোনা ও তথ্য সংগ্রহ করতে পারি।"
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের মানসিক ও জ্ঞানচর্চার উন্নয়ন নিশ্চিত করতে আমরা নিউজ পেপার রুমটি সংস্কার করেছি। তাদের সন্তুষ্টি আমাদের অনুপ্রেরণা যোগায়। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য আরও উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
শিক্ষার্থীদের মধ্যে এ উদ্যোগটি নিয়ে যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও উন্নয়নমূলক কাজে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।