মো: স্বাধীন খন্দকার, রাবি প্রতিনিধি: আদিবাসী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও সংক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি আয়োজন করে সংক্ষুব্ধ ছাত্র-জনতা।
বিক্ষোভকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন:
১. আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু বিচার করতে হবে।
2. গণঅভ্যুত্থানের গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন করতে হবে।
3. আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, "আদিবাসী শিক্ষার্থীদের ওপর বারবার হামলা হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই বৈষম্যের অবসান চাই।"
বিক্ষোভ মিছিলটি বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাধারণ ছাত্র ও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।