নবীনদের বরণ করে নিতে গ্রীন ভয়েস রাবি শাখার প্রস্তুতি শুরু

নবীনদের বরণ করে নিতে গ্রীন ভয়েস রাবি শাখার প্রস্তুতি শুরু
মো: স্বাধীন খন্দকার, রাবি প্রতিনিধি: আজ ২০ জানুয়ারি ২০২৫, গ্রীন ভয়েস রাবি শাখা নবীনদের বরণ করে নিতে অগ্রিম প্রস্তুতি হিসেবে বিকেল ৪ টায় আলোচনা সভার আয়োজন করেছে। রাবি'র কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এই সভার মাধ্যমে নবীনদের বরণ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

গ্রীন ভয়েস সকল নবীনদের এই আয়োজনের মাধ্যমে বরণ করতে চায় এবং এটি সকল বয়সের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

গ্রীন ভয়েস, রাবি শাখার সভাপতি মো: মাহিন আলম বলেন, "যারা এই ক্লাবে নতুন যুক্ত হয়েছেন, তাদের সকলকেই আমরা বরণ করে নিতে প্রস্তুত।"

তিনি আরও জানান, "এটি পরিবেশবাদী সংগঠন, তাই আমরা এমন কিছু করবো যাতে সেটি এই প্রোগ্রামে ছাপ হয়ে থাকবে এবং পরিবেশবান্ধব হবে। আমরা এর জন্য কিছু পরিকল্পনা করে রেখেছি।"

আজকের আলোচনা সভার মাধ্যমে সদস্যদের নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা সুন্দরভাবে তাদের কাজ করতে পারে। এছাড়া, সদস্যদের কয়েকটি কমিটিতে ভাগ করা হয়েছে, যাতে সহজে ও সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আয়োজিত হতে পারে।

গ্রীন ভয়েস রাবি শাখা আগামী ৬ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নতুন সদস্যদের বরণ করার অনুষ্ঠানটি আয়োজন করবে।

সদস্যরা আশাবাদী যে, তারা সুন্দরভাবে নবীনদের বরণ করতে পারবেন এবং প্রথম থেকেই নবীনদের পরিবেশ বিষয়ে সচেতন করতে সাহায্য করতে পারবেন।
নবীনতর পূর্বতন