গবেষণায় এগিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুগল স্কলারে দেশের দ্বিতীয় স্থানে


রাবি প্রতিনিধি: গুগল স্কলারে প্রকাশিত গবেষণা সাইটেশনের ভিত্তিতে বাংলাদেশে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রাবির গবেষকদের গুগল স্কলার প্রোফাইলগুলোতে মোট ২,৬০,৭৫১টি সাইটেশন পাওয়া গেছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রগতির এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

এই র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU), যার গবেষকরা ৩,৩০,৮৬৫টি সাইটেশন পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET), যেখানে গবেষকদের মোট ২,৪৪,৭১০টি সাইটেশন পাওয়া গেছে।

এই তালিকা প্রকাশ করেছে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স। প্রতিষ্ঠানটি গবেষণা ও উদ্ধৃতির স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং নির্ধারণ করে।

গুগল স্কলার হলো একটি আন্তর্জাতিক একাডেমিক প্ল্যাটফর্ম, যেখানে গবেষকরা তাদের গবেষণাকর্ম প্রকাশ করেন এবং অন্যান্য গবেষকদের কাছ থেকে উদ্ধৃতি (সাইটেশন) পেয়ে থাকেন। এই র‌্যাংকিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা মান এবং আন্তর্জাতিক স্বীকৃতি মূল্যায়ন করা হয়।

বাংলাদেশের শীর্ষ তিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সাইটেশন (Google Scholar)

1️⃣ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU) – ৩,৩০,৮৬৫ সাইটেশন
2️⃣ রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU) – ২,৬০,৭৫১ সাইটেশন
3️⃣ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) – ২,৪৪,৭১০ সাইটেশন

এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা অগ্রগতির একটি বড় স্বীকৃতি, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের প্রতিফলন।

নবীনতর পূর্বতন