কৃত্রিম পায়ে হাঁটছেন পুলিশের গুলিতে পা হারানো ইনামুল কাওছার


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা বাজার। গতকাল মঙ্গলবার বেলা তখন প্রায় সাড়ে ১২টা। হঠাৎই এ বাজারের মাদ্রাসা রোডে চোখে পড়ল গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো মো. ইনামুল কাওছারকে (৩২)। সঙ্গে তাঁর বড় মেয়ে। মনে হচ্ছিল সুস্থ মানুষের মতো মেয়ের হাত ধরে বাড়ির পথে হেঁটে যাচ্ছেন তিনি।

কুশল বিনিময় শেষে ইনামুল কাওছার জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সৌজন্যে কৃত্রিম পায়ে হাঁটা শুরু করেছেন। প্রায় এক মাস ধরে চলাফেরা করতে পারছেন। এর আগে এক মাস ঢাকায় ব্র্যাকের নির্ধারিত একটি চিকিৎসাকেন্দ্রে প্রশিক্ষণ শেষে কৃত্রিম পা লাগানো হয়।

হাঁটতে পারলেও এখনো অনেক কষ্ট হয় বলে জানিয়ে ইনামুল বলেন, ‘একটানা বেশিক্ষণ চলতে পারি না। তবু এটুকু সুবিধা হওয়ায় মেয়েরা খুব খুশি হয়েছে। সময় নিয়ে ওদের সঙ্গে হাঁটি। বাড়ির টুকটাক কাজ করতে পারি। মহান আল্লাহর কাছে শুকরিয়া, যাঁরা আমার এমন উপকার করেছেন তাঁদের যেন ভালো হয়।’

আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন ইনামুল কাওছার। উপজেলার মধ্যপাড়া ভরমোহিনী গ্রামের বাসিন্দা তিনি। পা হারানোর কথা বলতে গিয়ে ইনামুল জানান, ৪ আগস্ট সলঙ্গা বাজার এলাকায় মিছিল করছিলেন তাঁরা। এ সময় পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে বের হয়ে বাড়ির সামনে এসে দাঁড়ান। ঠিক সেই সময় আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। একটি গুলি এসে তাঁর ডান পায়ের হাঁটুতে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন ইনামুল। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা সদরের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নবীনতর পূর্বতন