পাবিপ্রবির ক্রীড়া প্রতিযোগিতায় দ্রুত মানব-মানবী বাদশাহ ও সুমাইয়া



পাবিপ্রবি প্রতিনিধি
: প্রাণবন্ত উচ্ছ্বাস আর প্রতিযোগিতার উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। নানা ইভেন্টে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে সেরা খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মো. শাহজাহান বাদশাহ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সুমাইয়া খাতুন।


২৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশগ্রহণ করেন। অ্যাথলেটিক্স ও ফিল্ড ইভেন্টের বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করে শীর্ষ স্থান অর্জন করেন বাদশাহ ও সুমাইয়া।

ছেলেদের বিভাগে মো. শাহজাহান বাদশাহ নিজের গতি ও দৃঢ় সংকল্পের পরিচয় দেন। তিনি ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন এবং ১২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করেন।

অন্যদিকে, মেয়েদের বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন সুমাইয়া খাতুন। তিনি লং জাম্প, হাই জাম্প, ১০০ মিটার দৌড় এবং রিলে দৌড়ে প্রথম স্থান অর্জন করেন।

২৬ ফেব্রুয়ারি প্রতিযোগিতার সমাপনী দিনে দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মেডেল ও প্রাইজমানি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাফল্যের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মো. শাহজাহান বাদশাহ। তিনি বলেন, "গতবার ১০০ মিটার দৌড়ে প্রথম হলেও শুধুমাত্র ক্রেস্ট পেয়েছিলাম। এবার মেডেল ও প্রাইজমানি পাওয়ায় অনেক ভালো লাগছে। এই স্বীকৃতি আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।"


প্রতিযোগিতার ব্যবস্থাপনায় থাকা রসায়ন বিভাগের প্রভাষক মাহবুর রহমান বলেন, "খুব অল্প সময়ের মধ্যে এ আয়োজন সম্পন্ন করতে হয়েছে, ফলে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ছিল। প্রচার-প্রচারণার ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা ছিল। তবে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হলেও, আমরা তা দক্ষতার সঙ্গে সামাল দিতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সুসংগঠিতভাবে এ আয়োজন সম্পন্ন করার প্রত্যাশা করছি।"

নবীনতর পূর্বতন