পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নিজ বিভাগের সহযোগী অধ্যাপক রতন কুমার পাল।
বুধবার (২৬ শে ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহযোগী অধ্যাপক রতন কুমার পাল ২৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর করে রসায়ন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হলো। বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী রতন কুমার পাল দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
রতন কুমার পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ হতে বিএসসি (অনার্স), এমএস সম্পন্ন করেন। পরে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিও অর্জন করেছেন।
নবনিযুক্ত চেয়ারম্যান রতন কুমার পাল বলেন," এটি একটি প্রশাসনিক দায়িত্ব। শিক্ষার্থীরা এখানে শিক্ষাগ্রহণ করেন এবং এখান থেকে শিখার পর দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন। কাজেই এখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন। এটা আমার নজরে থাকবে। সেইসঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিক থাকবো। আমার বিশ্বাস সকলের সহযোগিতায় আর আমার দৃঢ় প্রচেষ্টায় রসায়ন বিভাগ আরো অনেক দূর এগিয়ে যাবে"।