ইবিতে ভাষা শহীদদের স্মরণে ‘শিল্পতীর্থ’র দেয়ালিকা প্রকাশ


সংগীত কুমার, ইবি প্রতিনিধি:
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে প্রকাশিত হলো দেয়ালিকা। শিল্প ও সাহিত্য বিষয়ক পত্রিকা ‘শিল্পতীর্থ’-এর আয়োজনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের বাংলা বিভাগের সামনে দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।  

দেয়ালিকায় ভাষা শহীদদের স্মরণে শিক্ষার্থীদের লেখা কবিতা, ছোটগল্প, অনুগল্প ও প্রবন্ধসহ বিভিন্ন সৃজনশীল লেখা স্থান পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান (ড. রহমান হাবিব), অধ্যাপক ড. শেখ মো. রেজাউল করিম, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও ড. রোজী আহমেদ। এছাড়া সম্পাদনা পর্ষদের সদস্য ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তার মৌ।  

শিল্পতীর্থ পত্রিকার সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সাহিত্যের গুরুত্ব তুলে ধরেন। অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ বলেন, "সংস্কৃতি মানুষকে একত্রিত করে, সংযোগ সৃষ্টি করে, যা বৃহত্তর দৃষ্টিভঙ্গি গড়ে তোলে এবং বিশ্বজনীনতা আনয়ন করে। বাংলা বিভাগকে আমরা আরও সমৃদ্ধ করতে চাই, যেখানে শিক্ষার্থীদের স্বপ্ন ও সৎ ইচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" 

পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার রায় বলেন, "শিল্পতীর্থ শুধু একটি পত্রিকা নয়, এটি সাহিত্য, পাঠচক্র ও সৃজনশীল কার্যক্রমের একটি প্ল্যাটফর্ম। একুশের চেতনাকে ধারণ করে প্রকাশিত দেয়ালিকা শিক্ষার্থীদের মননশীলতা বিকাশে সহায়ক হবে।" 

এ আয়োজন বাংলা বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীলতাকে নতুন মাত্রা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

নবীনতর পূর্বতন