রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সর্বোচ্চ সংখ্যক প্রাথমিক আবেদন জমা পড়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এবছর মোট ৪ লাখ ৪১ হাজার ৯৭২টি আবেদন জমা পড়েছে, যা বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
গত কয়েক বছরের আবেদন পরিসংখ্যান:
২০২৩-২৪ শিক্ষাবর্ষ: ৩ লাখ ৫৬ হাজার ৫০০
২০২২-২৩ শিক্ষাবর্ষ: ৪ লাখ ১৪ হাজার ১৪
২০২১-২২ শিক্ষাবর্ষ: ৩ লাখ ৯৮ হাজার
২০২০-২১ শিক্ষাবর্ষ: ৩ লাখ ৫ হাজার
২০১৯-২০ শিক্ষাবর্ষ: ১ লাখ ৩৭ হাজার ৯০৩
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের বিপুল আবেদনসংখ্যার অন্যতম কারণ ডি-সেন্ট্রালাইজড ভর্তি পরীক্ষা ব্যবস্থা, যেখানে দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য পরীক্ষা দেওয়া সহজতর হয়েছে, যা আবেদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।
বিশ্ববিদ্যালয়ের এই নতুন রেকর্ড রাবির প্রতি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহ ও আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।