রাবিতে জাতীয় পদার্থবিজ্ঞান সম্মেলন শুরু



রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী জাতীয় পদার্থবিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ‘Enigma and Beauty’।

শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সকাল ৯:৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) প্রফেসর এম আমিনুল ইসলাম। তবে অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় তার লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. শওকত আকবর এবং সম্মেলনের ‘কো-চেয়ার’ ছিলেন রাবি পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর এম খলিলুর রহমান খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, পৃষ্ঠপোষক ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।

দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৯টি একাডেমিক সেশনে প্রায় ১২০টি প্রবন্ধ এবং ১১৬টি পোস্টার উপস্থাপিত হবে। প্লিনারি সেশনে বক্তৃতা দেন রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক ও ড. এ কে এম আহজারুল ইসলাম।

সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ জন শিক্ষক-গবেষক ও পদার্থবিজ্ঞানী অংশ নিচ্ছেন।

নবীনতর পূর্বতন