আব্দুর রহিম, নোসক প্রতিনিধি: নোয়াখালী সরকারি কলেজের (NGC) আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের ২০২৫ সালের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। আজ রোজ বুধবার (১৯/০২/২০২৫) ক্লাবটির কর্তৃপক্ষ নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে।
ক্লাবের নতুন কার্যকরী পরিষদ অনুমোদন করেছেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন । এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ছানা উল্যাহ ও অন্যান্য শিক্ষকবিন্দু এবং কমিটির বাকি সদস্যদের অংশ বিশেষ।
তাদের মধ্যে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সভাপতি: আকাশ দাস (পদার্থ বিজ্ঞান, ২০১৮-১৯)
সাধারণ সম্পাদক: আবুল হাসনাত রিজভী (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ২০২০-২১) যুগ্ম সাধারণ সম্পাদক: তৌহিদ ওসমান অনু (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ২০২১-২২) সাংগঠনিক সম্পাদক: সাফওয়ান ইবনে হুমাইয়ুন (প্রাণীবিজ্ঞান, ২০২০-২১) যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মাহী শাহরিয়ার (পদার্থবিজ্ঞান, ২০২০-২১)
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: ফাহমিদা সুলতানা মাহিমা (রসায়ন, ২০২৩-২৪) জনসংযোগ সম্পাদক: রবিউল হাসান (গণিত, ২০১৯-২০) যুগ্ম জনসংযোগ সম্পাদক: আশ্রাফিয়া সুলতানা (রসায়ন, ২০২০-২১) অর্থ সম্পাদক: নাৰ্ছিন আক্তার মারইয়াম (পদার্থবিজ্ঞান, ২০২১-২২) ভিডিও বিষয়ক সম্পাদক: ইহসানুল সামি (রসায়ন, ২০২১-২২) দপ্তর সম্পাদক: মিনহাজুল ইসলাম (রসায়ন, ২০২০-২১) যুগ্ম দপ্তর সম্পাদক: কাজী আসাদুল আমিন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ২০২০-২১) ক্লাব উন্নয়ন সম্পাদক: অমিত দাস (গণিত, ২০১৯-২০) যুগ্ম ক্লাব উন্নয়ন সম্পাদক: সালমান চৌধুরী (উদ্ভিদ বিজ্ঞান, ২০২০-২১) যুগ্ম ক্লাব উন্নয়ন সম্পাদক: মাহিয়া সুলতানা তমা (ডিগ্রি, ২০২২-২৩)
গ্রাফিক্স ডিজাইনার: তারেক শাহরিয়ার বিজয় (পদার্থবিজ্ঞান, ২০২০-২১)
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জয় তৌফিক, জাহাঙ্গীর জিহা, মাহিন বাবু, এবং সাইফুল ইসলাম হৃদয়।
এবং ক্লাবের উপদেষ্টা প্যানেলে মধ্যে রয়েছেন,
আবু হেনা মোস্তাফা কামাল, প্রধান, প্রাণিবিজ্ঞান বিভাগ
মো. শফিকুল আলম, প্রভাষক, বাংলা বিভাগ বিদ্যান মুহুরী, প্রভাষক, রসায়ন বিভাগ।
নতুন কমিটির সদস্যরা জানান, তারা সৃজনশীল চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আর্ট ও ফটোগ্রাফির প্রতি আগ্রহী করে তুলতে কাজ করবে এবং কলেজের বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে অবদান রাখবে বলে আশ্বাস দেন ।