পাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) হল প্রশাসন মেয়াদ উত্তীর্ণ অবৈধ শিক্ষার্থীদের হলের সিট উচ্ছদকরণ অভিযান পরিচালনা করেছেন ।
মঙ্লবার (১৮ ফেব্রুয়ারী) রাত ৯:৩০এর দিকে ছেলেদের হলে এই অভিযান পরিচালা করা হয়।
এসময় হল প্রশাসন হলের বিভিন্ন রুমে রুমে গিয়ে মেয়াদ উত্তীর্ণ অবৈধ সিট নিশ্চিত করণ করেন। তাছাড়াও হলের অবস্থানরত সাধারন শিক্ষার্থীদের সাথে হলের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক ড.আমীরুল ইসলাম মীরু বলেন, “অবৈধভাবে যে সকল শিক্ষার্থী সিট দখল করে আছেন ঐ সকল সিট চিহ্নিতকরণ করে তাদের উচ্ছেদ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন শিক্ষার্থীদের সিট প্রদান করা হবে।”
উক্ত সময় উপস্থিত ছিলেন সহকারী হল প্রভোস্ট ফারুক গাজী, মাহাবুবুর রহমান, অধ্যাপক ড.হাফিজুর রহমান ও নিতুন কুমার পোদ্দার।