সংগীত কুমার, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবি শাখা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। এই দুর্ঘটনার পর সংগঠনটির নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান।
এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন, ইবি শাখার সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইসমাইল হোসেন রাহাত বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার নাজুক অবস্থার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন সব বাস অপসারণ, অযোগ্য ও অপ্রশিক্ষিত চালকদের বাদ দেওয়া এবং চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা জরুরি।”
নেতৃবৃন্দ আরও বলেন, “পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। নতুন বাস সংযোজন করে ধাপে ধাপে বেসরকারি বাসের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের পক্ষ থেকে কঠোর নিয়ম-কানুন জারি করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন।”
এছাড়া, তারা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির অধীনে থাকা পরিবহন প্রশাসকের পদ থেকে বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অপসারণ দাবি করেন এবং তার স্থলে যোগ্য ও দায়িত্বপরায়ণ একজন শিক্ষককে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানিয়েছে।