ইবি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার জেরে বিআরটিসি বাস আটক


সংগীত কুমার, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি বিআরটিসি বাস আটকে দেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও পরিবহন অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করেন।    

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন— উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার সিমা এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সুমা। তারা জমজ বোন।  

তাদের অভিযোগ, “সোমবার (২৪ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের সামনে থেকে বাসে ওঠার সময় ব্যাগ ও মালামালের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা বলা হয়নি। কিন্তু বাসে ওঠার পর হেল্পাররা অতিরিক্ত টাকা দাবি করে। আমরা একশো টাকা দিতে চাইলেও তারা নেয়নি, বরং বারবার বেশি টাকা চেয়ে দুর্ব্যবহার করতে থাকে। শেষে অতিরিক্ত দুইশো টাকা দিয়েও আমাদের ব্যাগ ও মালামাল বুঝিয়ে না দিয়ে অপমানজনক আচরণ করে।”  

বাসের সুপারভাইজার এরশাদ বলেন, “আমি বিষয়টি জানতাম না। শিক্ষার্থীরা বাস থেকে নামার পর ফোনে শুনেছি। এরপর আমি হেল্পারকে শাসন করেছি। এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”  

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার হাফিজুর রহমান বাচ্চু জানান, “আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করেছি। তবে শিক্ষার্থীদের সুরক্ষায় আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রক্টরিয়াল বডির সঙ্গে বিআরটিসি কর্তৃপক্ষের বৈঠক হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, “আগামীকাল দুপুর ২টায় প্রক্টর অফিসে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে। এর আগে কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা হয়েছিল, যেখানে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার না করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু একই ঘটনা আবার ঘটায় আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।”

তিনি আরও বলেন, “বৈঠকে শিক্ষার্থী হয়রানি বন্ধে করণীয় ঠিক করা হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না ঘটে।”

নবীনতর পূর্বতন