ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেনের মাতা ময়জন নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৬ মার্চ) সকালে নওগাঁ জেলার ধামুরহাট পৌরসভার মালাহার গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক মোঃ সাহেদ হাসান (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। শোক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অধ্যাপক ড. এমতাজ হোসেনের মায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীও শোক প্রকাশ করেছেন। ”
প্রসঙ্গত, মরহুমার জানাজা বাদ আসর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে এবং পরে স্থানীয় গোরস্থানে তাঁকে দাফন করা হবে।