যবিপ্রবিতে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা


যবিপ্রবি প্রতিনিধি
: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে । এতে সভাপতি হিসেবে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিম ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ রিয়াদ মনোনীত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) জেলা সমিতির উপদেষ্টা মন্ডলীদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। তারা এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। 

 এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হাসান মোঃ রেজুয়ান আহমেদ শাহিদ, সামিউল হক ফাহিম, নাজিমুল ইসলাম মিথন, আল আমিন ও মোঃ ইলিয়াস, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আল-মুকশিত প্লাবন ও মোঃ শাকিল হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে রিফাত আহমেদ বাপ্পি, নাহিদ হাসান, আজমাইন আহমেদ ও এরিন ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে হৃদয় পাল, কোষাধ্যক্ষ পদে তামিম শিকদার, প্রচার ও দপ্তর সম্পাদক পদে ইলিয়াসুর রহমান, উপ-প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে ছোটন বর্মন, আপ্যায়ন সম্পাদক হিসেবে মোঃ শোহায়েব হোসাইন তালহা এবং উপ-আপ্যায়ন সম্পাদক হিসেবে ফজলে রাব্বি মনোনীত হয়েছেন। সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ফাতিন ফুয়াদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু তাহের রিফাত, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক এশাবা হোসাইন, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক জামিল হাসান জয় ও ফৌজিয়া বিন্তে মুরাদ অন্তরা, নারী বিষয়ক সম্পাদক তানজিলা হোসাইন বৈশাখী, উপ-নারী বিষয়ক সম্পাদক মোসাঃ রুবিনা আক্তার। এছাড়া সহ-সম্পাদক হিসেবে আসমা উল হুসনা, ফারজানা আক্তার বিথী, সোহাগ ও আশরাফুল হক দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন আহাদ কাজী, আবির মাহমুদ, বোরহানুল ইসলাম হিমেল, চিত্রা সেন, হাসিবুর রহমান শ্রাবণ, মারুফ হাসান, মোস্তফা মঈন, সাজাদুল শাহেদ, নাবিলা হক স্বর্ণা, খন্দকার সামিও আহমেদ, মোঃ সানজিদ, কাওসার হোসাইন, হামিম আবসার নিয়াজ, আফরা সাইয়েরা খান, মোঃ আনাস আহসান, মোঃ তরিকুল ইসলাম ও মাহজাবিন সুলতানা।

 নবগঠিত কমিটি গাজীপুর জেলার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নবীনতর পূর্বতন