বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দাওয়াহ সোসাইটির উদ্যোগে ২৫০০ শিক্ষার্থীর জন্য এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা একসঙ্গে বসে ইফতার করেন, যা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
শিক্ষার্থীরা জানায় ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "এমন আয়োজন আমাদের সবাইকে একত্রিত করে, পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে। আমরা চাই, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের মিলনমেলা অনুষ্ঠিত হোক। দাওয়াহ সোসাইটি সত্যিই প্রশংসার যোগ্য একটি উদ্যোগ নিয়েছে।"
দাওয়াহ সোসাইটির সাধারণ সম্পাদক বাইজিদ শিকদার বলেন, "আমরা চাই, দাওয়াহ সোসাইটির মাধ্যমে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাব।"
সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন বলেন, "এ ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং রমজানের প্রকৃত উদ্দেশ্যকে সঠিকভাবে ধারণ করা।বেরোবি দেওয়া সোসাইটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য সবসময় কাজ করে যাবে।