ইবিতে উৎসবমুখর পরিবেশে দোল পূর্ণিমা ও হোলি উদযাপন


সংগীত কুমার, ইবি প্রতিনিধিঃ 
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে রঙ ও আনন্দের উৎসবে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা ও হোলি উদযাপিত হয়েছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। 

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে ঘট স্থাপন ও পূজা-অর্চনার মাধ্যমে হোলির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শিক্ষার্থীরা একে অপরকে রঙ মাখিয়ে আনন্দ উদযাপন করেন। কেউ নিজে থেকে রঙ মেখে নিচ্ছেন, আবার কেউ বন্ধুদের গায়ে আবির মেখে দিচ্ছেন। গাল, হাত, পোশাক—সবই সেজেছে রঙিন উৎসবে।  

বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঢোলের বাদ্য, উচ্ছ্বসিত হৈচৈ আর রঙের ছটায় ক্যাম্পাস এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।  

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা জানান, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতিবছর দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিনে ছোট-বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠেন। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এই দিনে শ্রীকৃষ্ণ শ্রীরাধা ও গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন। সেই থেকেই দোলযাত্রার সূচনা।  

অন্যদিকে, হোলি উৎসব পালিত হয় হিরণ্যকশিপুর বিরুদ্ধে প্রহ্লাদের বিজয়ের পৌরাণিক কাহিনির স্মরণে। এতে শুভ শক্তির জয় এবং অন্যায়ের পরাজয় প্রতিফলিত হয়।  

উৎসবে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জয় দাস বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনে এটি আমার প্রথম দোল উৎসব, যা আমার জন্য বিশেষ অনুভূতির জন্ম দিয়েছে। রমজান মাস হওয়ায় এবারের আয়োজন কিছুটা সীমিত হলেও পূজা, আবির খেলা, ভজন-কীর্তন এবং প্রসাদ বিতরণ মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনের জন্য।"

আরেক শিক্ষার্থী সুকান্ত দাস বলেন, "প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে দোল পূর্ণিমা ও হোলির আয়োজন করা হয়েছে। তবে রমজান মাসের কারণে ক্যাম্পাসে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকায় এবারের আয়োজন কিছুটা সীমিত পরিসরে করা হয়েছে। তবুও ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে আমরা সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই উৎসব উদযাপন করেছি।"

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, "সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসবগুলোর মধ্যে দোলযাত্রা ও হোলি অন্যতম। এটি বসন্ত, প্রেম ও রঙের উৎসব হিসেবেও পরিচিত। দোলযাত্রার মাধ্যমে রাধা-কৃষ্ণের শাশ্বত প্রেম উদযাপন করা হয়, আর হোলিকা দহন প্রতীকীভাবে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের বার্তা দেয়। রমজান মাসের কারণে এবারের আয়োজন সীমিত থাকলেও আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসবটি পালন করেছি।"

নবীনতর পূর্বতন