বাকৃবি ছাত্রদলের উদ্যোগে নিরাপত্তা প্রহরীদের মাঝে সেহরি বিতরণ


বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী ও আবাসিক হলগুলোর নিরাপত্তাকর্মীদের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও তার অনুসারীরা এই খাবার বিতরণ করেন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

এসময় বাকৃবির ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে নেমে লড়াই-সংগ্রাম করেছে। এই ছাত্রদলই এখন মানবিক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাওয়া মানুষদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান সংযম ও সহমর্মিতার মাস। ছাত্রদলের নেতাকর্মীরা এই পবিত্র রমজান মাসেও সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।"

এসময় একজন হলপ্রহরী বলেন, "রাতভর পাহারার দায়িত্ব পালন করতে হয়, যার কারণে অনেক সময় সেহরি ঠিকমতো খাওয়ার সুযোগ হয় না। এমন উদ্যোগ প্রশংসনীয়। আমাদের মতো কর্মীদের কথা ভেবে যারা সেহরি দিল, তাদের জন্য দোয়া করি।"
Cookie Consent
We serve cookies on this site to optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.