শাহারিয়া আহমেদ নয়ন: পবিত্র রমজান উপলক্ষে সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রীন রোড ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াবিদদের মিলনমেলা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, স্পোর্টস ক্লাবের উপদেষ্টাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পোর্টস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর সকল সদস্য।
ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি এবং ঢাকা প্রিমিয়ার লিগের খেলোয়াড় রায়ান রাফসান সহ অন্যরা।
সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জসি বলেন,
খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শৃঙ্খলা, একাগ্রতা ও আত্মনিয়ন্ত্রণের এক অনন্য মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বিস্তৃত করতে স্পোর্টস ক্লাব কাজ করে যাচ্ছে। এই ইফতার মাহফিল কেবল ধর্মীয় ভাবগাম্ভীর্য নয়, ক্রীড়া সংগঠকদের মধ্যকার ভ্রাতৃত্ববোধও সুদৃঢ় করবে।
স্পোর্টস ক্লাবের সভাপতি কাজী আবু বক্কর জনি বলেন, স্পোর্টস ক্লাবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।
ইফতার মাহফিলের শেষ পর্যায়ে ক্রীড়াঙ্গনের উন্নতি ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।