বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মোঃ ইউসুফ আলী, আর সাধারণ সম্পাদক হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী শামীম রেজা।
আজ শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমিটিতে সহ-সভাপতি: মোহাম্মাদ হাসান আলী, মোঃ তুষার আহমেদ, শাহরিয়ার রহমান, প্রকাশ কুমার সরকার, ইমরুল হক, মোঃ আল-আমিন ময়েন।
যুগ্ম-সাধারণ সম্পাদক: জুয়েল আহমেদ, নৌশিন আনজুম, মোঃ সাইফুল্লাহ, মুকেশ সিংহ।সাংগঠনিক সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, মোঃ জান্নাতি নাইম, মোছাঃ সাওদা খাতুন, হাবিবা সিদ্দিকা, আবু তালহা।কোষাধ্যক্ষ: ওবাইদুল ইসলাম দপ্তর সম্পাদক: আব্বাস উদ্দিন তুহিন প্রচার সম্পাদক: তাওহীদ নূর শাহীউপ-প্রচার সম্পাদক: মানবিকা রাণী দাস,ক্রীড়া বিষয়ক সম্পাদক: অনিক হাসান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: নাফিসা তাসনিম
,আপ্যায়ন বিষয়ক সম্পাদক: নাজিফা আক্তার,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: সায়েদা আক্তার শিখা
কার্যকরী সদস্য: মোঃ আশিক, শাহরিয়ার আওয়াল রিফাত, শামসুজ্জামান, মোস্তাফিজুর রহমান, মাসুম রেজা, তাহমিনা ইয়াসমিন, আল নাহিদ হাসান।
সভাপতি মোঃ ইউসুফ আলী বলেন,"আমাদের জন্য এটি শুধু দায়িত্ব নয়, এটি একটি বড় সুযোগ। সবাই একসঙ্গে কাজ করলে আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব, যেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য সংগঠনটি সত্যিকার অর্থে একটি পরিবার হয়ে ওঠে।"
সাধারণ সম্পাদক মোঃ শামীম রেজা বলেন,"আলহামদুলিল্লাহ! নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য বড় সম্মানের। যারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। সংগঠনের সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি, যেন আমরা একসঙ্গে ভালো কিছু করতে পারি।"
নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন! আশা করা যায়, তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।