বেরোবিতে সাতগাড়িয়ানদের মিলন মেলা অনুষ্ঠিত


বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাতগাড়া মডেল কামিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এবছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ এবং নবীন-প্রবীণদের নিয়ে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মিলন মেলায় অংশ নেন মাদ্রাসার বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা, তাছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকরা। পুরোনোদের অভিজ্ঞতা আর নতুনদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, "এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং আমাদের বন্ধনকে আরও দৃঢ় করার একটি সুযোগ। এখানে এসে সবার সঙ্গে দেখা হওয়া, গল্প করা, অভিজ্ঞতা বিনিময় করা—সব মিলিয়ে এটি আমাদের জন্য খুবই আনন্দের একটি দিন।"

নবীন শিক্ষার্থীরা প্রবীণদের কাছ থেকে দিকনির্দেশনা পায় এবং নিজেদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করে। তাছাড়াও শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

সাতগাড়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি বছর এ ধরনের আয়োজন করে থাকে, যা তাদের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়তা করে।

নবীনতর পূর্বতন