যবিপ্রবি প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় এবারও ঢাকাস্থ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকার কারওয়ান বাজারের "স্টুডিও ২৩" নামক একটি রেস্টুরেন্টে “বন্ধু-সিনিয়র-জুনিয়রসহ সকল প্রাণের মানুষগুলোর সাথে পদচারণায় রোমান্থিত হয়ে ওঠে হাজারও স্মৃতি” স্লোগানকে সামনে রেখে এ মিলনমেলা ও ইফতারের আয়োজন করা হয়। এ মিলনমেলা ও ইফতার মাহফিলে প্রায় ৬০ এর অধিক সাবেক যবিপ্রবিয়ান উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলেন।
এ মিলননেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট এন্ড ডিজাস্টার বিভাগের শিক্ষক ও সাবেক যবিপ্রবিয়ান আনজুম হাসান। এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম (ইএসটি-০৭), কারিমুল ইসলাম (ইএসটি-০৮), সাধন কুমার (এমবি-০৮), শুভাশিস ভৌমিক (এফএমবি-০৮) এবং সুব্রত বিশ্বাস (সিএসই -০৮)।
ইফতার মাহফিল ও মিলনমেলায় হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হুদা (ইএসটি), মাহবুবুর রহমান (ইএসটি), তানভীর ইসলাম রাতুল (এনএফটি), মেহেদী হাসান জাহিদ (ইএসটি), সেতাউর রহমান (পিএমই) এবং জোবায়ের রনি (এপিপিটি)।