বর্ণাঢ্য আয়োজনে বেরোতে গাইবান্ধা জেলা সমিতির নবীন বরণ ও ইফতার মাহফিল


হেলাল মিয়া, বেরোবি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তে গাইবান্ধা জেলা সমিতির নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা সমিতির বর্তমান সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাকিলের সঞ্চালনায় প্রোগ্রামটি কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এরপর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন শিহাব মন্ডল সাবেক সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা সমিতি,বেরোবি এবং সাবেক নির্বাহী সভাপতি আব্দুস সামাদ সাগর, বর্তমান কোষাধ্যক্ষ মো:হেলাল মিয়া।

উক্ত নবীন বরণ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক ড.বকুল কুমার চক্রবর্তীসহ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,ডা. মো: এমদাদুল হক 
সহযােগী অধ্যাপক নিউরাে মেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ,রংপুর।
মো: ময়নুল ইসলাম 
অতিরিক্ত জেলা প্রশাসক, রংপুর। 
মো:রুহুল আমীন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)রংপুর মেট্রোপলিটন পুলিশ,রংপুর। মো: স্বপন উপহার মেটালিক,রংপুর শাজাহান লিটন সত্ত্বাধিকারী,এশিয়ান ট্যুরস এন্ড ট্রাভেলস।মো:হালিমCEO কম্পিউটার ভিশন,রংপুর,মো:মিজানুর রহমান মিজান প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ,শিবরাজ প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য অনেক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। নিজ জেলার ঐতিহ্য ধরে রাখার আহবান জানান ।

এসময় নবীন শিক্ষার্থীদেরকে ফুল ও ক্রেস্ট,জেলা সমিতির লোগো যুক্ত চাবির রিং,টি-শার্ট ইত্যাদি দিয়ে বরণ করে নেয়া হয় এবং সবাইকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সব শেষে নবীনদের বরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

নবীনতর পূর্বতন