সাত কলেজের এবারের ভর্তি পরীক্ষা ঢাবির কাঠামোয়, চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিন্ডিকেটে


রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনেই হচ্ছে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ে সাময়িক কাঠামো থাকবে। এ ছাড়া সরকারি সাত কলেজের কার্যক্রম ঢাবি থেকে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সুপারিশ করেছে মন্ত্রণালয়।

সুপারিশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং অধিভুক্ত কলেজের একজন অধ্যক্ষের নেতৃত্বে সার্বিক কার্যক্রম পরিচালিত হবে। এতে ঢাবি প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি থাকবে। দ্রুত ঢাবির সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা ঢাবি উপাচার্য বরাবর পাঠানো হয়েছে। সাত কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত এই কাঠামো অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে, সাত কলেজের এবারের ভর্তি পরীক্ষা নিয়ে একটি সিন্ডিকেট মিটিং হওয়ার কথা রয়েছে আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে। মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। 

অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কীভাবে হবে, এটা নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রক্রিয়াটি চলমান রয়েছে। আমরা একটা চিঠি পেয়েছি। অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে সাত কলেজের সব কার্যক্রম পরিচালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ের পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কোন প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজের অধ্যক্ষ ড. শামসুন্নাহার বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং এর পরে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
নবীনতর পূর্বতন