“আমরা ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট বিক্রি করি না”- ছাত্রদল নেতা


বাকৃবি প্রতিনিধি:
বাকৃবি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেন, "৭১ থেকে ২৪ বাংলাদেশ প্রশ্নে বিএনপি সর্বদা আপোষহীন। শহীদ জিয়া এই দেশে ইসলামী মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও সাম্য শিখিয়েছেন। শিখিয়েছেন কিভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ ও দেশের মানুষকে আগলে রাখতে হয়। আমরা কোন আন্দোলনের একক মালিকানা দাবি করিনা আবার ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিটও বিক্রি করিনা।"

সোমবার (১০ মার্চ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হল ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ওই ইফতার মাহফিলে শাহজালাল হলের প্রায় দুই শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন। 

তিনি আরো বলেন, "যে সমাজে নারীরা নিরাপদ না সে সমাজ সুস্থ ভাবে চলতে পারে না। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদের উদারতা এবং মর্ম অনুধাবন করে গর্বিত হওয়ার জন্য সকলকে আহ্বান জানাই এবং অবলম্বে ধর্ষকের শাস্তি নিশ্চিত করে তা দ্রুত সময়ের কার্যকরের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।"

নবীনতর পূর্বতন