নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ইফতার মাহফিল ও ধর্ষণবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত


নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক ধর্ষণবিরোধী মানববন্ধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্তিতিতে ধর্ষণবিরোধী মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে শেষ হয়।

এসময় বক্তারা সাম্প্রতিক সময়ে বেড়ে চলা ধর্ষণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড নিশ্চিতের দাবি জানান।

ইফতার মাহফিলে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় সম্প্রিতি ও ভালোবাসার বন্ধনে সুন্দর ও নিরাপদ পৃথিবী প্রতিষ্ঠা করার লক্ষ্যে দোয়া করা হয়।






নবীনতর পূর্বতন