একসাথে ইফতারে মিলিত হলো পাবিপ্রবির ফার্মেসি পরিবার


পাবিপ্রবি প্রতিনিধি
: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‎বৃহস্পতিবার (১৩ মার্চ) ড. এম.এ. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ১ ও ২ নাম্বার গ্যালারীতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ ইফতার  অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগটির সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার অনুষ্ঠানে যুক্ত হয় নতুন মাত্রা।
‎ইফতার কমিটির আহ্বায়ক বিভাগের শিক্ষক মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে এবং চেয়ারম্যান ড. শরিফুল হকের সভাপতিত্বে কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় ইফতার অনুষ্ঠান । এসময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান  সহযোগী অধ্যাপক ড. শরিফুল হক, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, প্রভাষক মো: আশরাফুল ইসলাম ও আব্দুল আলী ভূইয়া। এছাড়াও ইফতার অনুষ্ঠানে ফার্মেসি এ্যাসোসিয়েশনের সাধারণ-সম্পাদক মো: রাসেল আহমেদ সহ এ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। 
‎ইফতার অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি ও যাবতীয় পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখার মাস। এই রমজান মাস হলো শিক্ষা গ্রহণের মাস। আমরা এই এক মাসে যা শিখি তা যেনো সারাটি বছর পালন করতে পারি।
‎এসময় তিনি আরও বলেন, আমাদের রোজা থাকার দরুন  সারাদিন না খেয়ে থাকাতে  শরীরের যে ক্ষতিকর কোষগুলো আছে সেগুলে ধ্বংস হয়ে যায়। ফলে আমরা অনেক রোগ থেকেও রক্ষা পাই। আল্লাহু তায়া’লা এই রোজায় অনেক অনেক নেয়ামত রেখেছেন। আমরা সবাই যেন এই রমজান মাসটিকে গুরুত্বের সাথে পালন করতে পারি।  এসময় তিনি সকল শিক্ষার্থীদের দান-সদকা করতেও উৎসাহ দেন।
‎উল্লেখ্য, মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিলো এবং ইফতার অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  মো: মারুফ বিল্লাহ ও দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: জালাল উদ্দীন রুমি। 

নবীনতর পূর্বতন