পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে "বেসিক ফটোগ্রাফি" শীর্ষক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের জন্য ফটোগ্রাফির মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়, আর ইফতার আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে কর্মশালাটি শুরু হয়। এতে ফটোগ্রাফির বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করেন ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি সিরাজ মনজিরুল আহমেদ।
কর্মশালা শেষে প্রশিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফটোগ্রাফিক সোসাইটির বর্তমান সভাপতি আবু জুবায়ের নাঈম ও সাধারণ সম্পাদক সাঈদ সুমন। এছাড়া, ডিজাইন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পরিসংখ্যান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী এএ জেড এম হাসনাত এবং স্থাপত্য বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মাহদিয়া ফারহানা নিরাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করে ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সহ-সভাপতি আসিফুল হক তমাল।
ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নাঈম বলেন, "নতুন সদস্যদের ফটোগ্রাফি শেখানোর উদ্দেশ্যে আমরা এই কর্মশালার আয়োজন করেছি। পাশাপাশি, সংগঠনের সদস্যদের সঙ্গে ইফতার আয়োজনের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চেয়েছি।"