নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে রাস্তায় ফেলে দেয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ


নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘ইমাম’ পরিবহনের একটি বাসে অজ্ঞান ও সর্বস্ব লুটপাট করে ফেলে দেওয়ার শিকার হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম আহমেদ রাহী। সোমবার (১০ মার্চ) সন্ধ্যার পর ময়মনসিংহগামী ইমাম পরিবহণের বাসে এই ঘটনা ঘটে। 

সহপাঠীদের ভাষ্যমতে, ইমাম পরিবহনের একটি বাসে করে ঢাকা থেকে ময়মনসিংহ আসছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহী। পথিমধ্যে সর্বস্ব লুট করে অজ্ঞান অবস্থায় তাকে ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকার রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বাসটি। খবর পেয়ে তার সহপাঠীরা ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থাতে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনার খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। রাত ১১:০০ টার দিকে ইমাম পরিবহনের বাস আটক করতে ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ, সেনাবাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দেবদূৎ কর তীর্থ বলেন, "আমাদের বন্ধুকে বাসে অজ্ঞান করে লুট করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

নবীনতর পূর্বতন