বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিলের আয়োজন করেছে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে শিক্ষার্থীরা একত্রিত হতে থাকেন। সেখান থেকে মশাল মিছিলটি বের হয়ে জব্বারের মোড় ঘুরে পুনরায় কে আর মার্কেটে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এ সময় বাকৃবির কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, দেশে ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা অহরহ ঘটছে। এরই প্রেক্ষিতে আজ আমাদের রাজপথে নামতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো সন্তোষজনক নয়, তারা ধর্ষকদের শাস্তির আওতায় আনতে পারছে না, এমনকি ধর্ষকদের আটক করার পর জামিন দিয়ে দেওয়া হচ্ছে। প্রতি ৯ ঘণ্টায় ২ জন নারী অথবা শিশু ধর্ষণের শিকার হচ্ছে, এমন পরিস্থিতিতে আমরা রুমে বসে থাকতে পারি না। যতদিন ধর্ষকদের বিচার না হবে, আমরা আন্দোলন চালিয়ে যাবো।
বাকৃবির চতুর্থ বর্ষের শিক্ষার্থী পুষ্পিতা ভট্টাচার্য বলেন, সারাদেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে, তার বিপরীতে অন্তর্বর্তী সরকারের কোনো বিচার বাস্তবায়ন আমরা দেখছি না, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার থেকেও কোনো আশানুরূপ সাড়া পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ। অবিলম্বে উনার পদত্যাগ করা উচিত। পাশাপাশি নারী ও শিশুদের জন্য নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, মশাল মিছিলে বাকৃবির প্রায় শতাধিক নারী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।