উপেক্ষিত রংপুরের উন্নয়নে রিজু নামক নতুন সংগঠনের যাত্রা


বেরোবি প্রতিনিধি
: উপেক্ষিত রংপুরের উন্নয়নে রিজিওনাল রাইটস এন্ড জাস্টিস (রিজু)  নামক নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। অবহেলিত উত্তরবঙ্গের মানুষের দাবিগুলো 
উপযুক্ত পদ্ধতিতে প্রশাসনের কাছে তুলে ধরতে এ সংগঠনের যাত্রা শুরু হয় জানান সংগঠকরা।

৬ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টায় 
রংপুরের আহার রেস্টুরেন্টে ইফতার মাহফিলের মাধ্যমে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  


সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান  । নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা জানন, রিজু একটি মানবাধিকার ও ন্যায়বিচারভিত্তিক অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। রিজু মূলত মানবাধিকার, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষি ও সামাজিক উন্নয়নসহ নানাবিধ বিষয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের সদস্যগণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গবেষক, শিক্ষক, সাংবাদিক এবং আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত।

বক্তারা আরো বলেন,রিজু বিশ্বাস করে যে, মানবাধিকারের সুরক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের প্রসার ঘটিয়ে একটি সুষ্ঠু ও সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব। সংগঠনের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।আগামী দিনে রিজু মানবাধিকার ও সামাজিক ন্যায়ের উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পরিচালক, উপদেষ্টা এবং ফেলোরা উপস্থিত ছিলেন
নবীনতর পূর্বতন