সংগীত কুমার, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শে’খ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে স্বাধীনতা বিরোধী ‘শাহ আজিজুর রহমানের’ নামে নামকরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাস্টিস ফর জুলাই। বৃহস্পতিবার (০৬ মার্চ) রাতে সংগঠনটির মুখ্য সচিব তাজমিন রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে জাস্টিস ফর জুলাইয়ের ইবি শাখার আহ্বায়ক নাহিদ হাসান জোয়ার্দার ও সদস্য সচিব রেজোয়ান হোসেন বলেন, “একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর নামে আবাসিক হলের নামকরণ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এই সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে।”
তারা আরও বলেন, “এই বিতর্কিত নামকরণ অবিলম্বে বাতিল করতে হবে এবং স্বাধীনতা বিরোধী ব্যক্তির নামে হলের নামকরণের সিদ্ধান্ত দ্রুত বাতিল করতে হবে। আমাদের প্রস্তাব, জুলাই বিপ্লবের স্পিরিটের সঙ্গে সামঞ্জস্য রেখে এই হলের নাম ‘বিজয়'২৪’ রাখা যেতে পারে।”