ছাত্রদলের সভাপতি পরিচয়ে শিক্ষার্থীকে হয়রানি, বিচারের দাবি ছাত্রদলের


নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের সভাপতি পরিচয়ে শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেছে নোবিপ্রবি ছাত্রদল। বৃহস্পতিবার (২০ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে ছাত্রদল।  

নোবিপ্রবি ছাত্রদলের ফেসবুক পেজে বিবৃতি দিয়ে ছাত্রদল জানায়, নোবিপ্রবি ছাত্রদল হলের সিট দখল বা শিক্ষার্থী হয়রানির মতো কাজের সাথে সম্পৃক্ত নয় এবং এগুলো সমর্থন করে না। অভিযুক্ত ব্যক্তি নোবিপ্রবি ছাত্রদলের কোনো পদধারী নেতা নয়। তার কোনো অপরাধের দায় নোবিপ্রবি ছাত্রদল নিবেনা। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি আমরা। কেউ যদি নোবিপ্রবি ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নোবিপ্রবি প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। নোবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব ইতিবাচক ছাত্ররাজনীতি পক্ষে আছে এবং থাকবে সবসময়।  

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব জিহান বলেন- ছাত্রদল এই ধরনের কোন অপকর্মে জড়িত না এবং সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না। নোবিপ্রবি ছাত্রদলের স্টেকহোল্ডার হচ্ছে আমি এবং নুর হোসেন বাবু এর বাইরে আর ছাত্রদলের পরিচয় দিলে তা গন্য হবে না। সে যদি প্রকৃত দোষী হয় তাহলে যদি কোন আইন থাকে তাকে ঐ আইনী প্রক্রিয়ায় আইনের আওতায়  আনা হোক।  

নোবিপ্রবি ছাত্রদলের আহ্বায়কের নুর হোসেন বাবু বলেন, নোবিপ্রবি ছাত্রদল হলের সিট দখল বা শিক্ষার্থী হয়রানির মতো জঘন্য কাজের সাথে সম্পৃক্ত নয় এবং এগুলো সমর্থন করে না। অভিযুক্ত ব্যক্তি নোবিপ্রবি ছাত্রদলের কোনো পদধারী নেতা নয়। সে কোনো দায়িত্বে থাকলে অভিযোগ প্রমাণ সাপেক্ষে অবশ্যই তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতাম।  সে নিজেকে নোবিপ্রবি ছাত্রদল নেতা পরিচয় দিলেও তার ব্যক্তিগত কোনো অপরাধের দায় নোবিপ্রবি ছাত্রদল নিবেনা। তবে সে ছাত্রদলের আহ্বায়ক পরিচয় দিয়ে আমার পদের যে অপব্যবহার করে প্রতারণা ও অপরাধ করেছে তা আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে অবহিত করেছি। সংগঠনের দায়িত্বে থাকা কারো  বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি আমরা। কেউ যদি নোবিপ্রবি ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নোবিপ্রবি প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। আগামীতে এমন পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় ও হলের যাবতীয় সমস্যা গুলো হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত দেখাশুনা করে সমাধানের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। নোবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব ইতিবাচক ছাত্ররাজনীতি পক্ষে আছে এবং থাকবে সবসময়। আগামীর সুস্থ সুন্দর ছাত্ররাজনীতির রোল মডেল হিসেবে ছাত্রদলকে প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর। 

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসিবুল ইসলাম সজিব বলেন, ছাত্রদলের চলমান কমিটি থাকা অবস্থায় কেউ যদি নিজেকে সভাপতি পরিচয় দেয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি কতটুকু সত্য তাও যাচাই বাছাই করতে হবে আমাদের। 

উল্লেখ্য, গতকাল নোবিপ্রবি ভাষা শহীদ আব্দুস সালাম হল প্রভোস্ট বরাবর ছাত্রদলের সভাপতি পরিচয়ে হয়রানির অভিযোগ তুলেন এক শিক্ষর্থী।

নবীনতর পূর্বতন