ইবি ছাত্রদলের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


সংগীত কুমার, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ আয়োজন করা হয়।  

ইফতার মাহফিলে দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। শাখা ছাত্রদলের সদস্য সচিব মিথুন রুমি ইফতার মাহফিল পরিচালনা করেন এবং আহ্বায়ক সাহেদ আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।


ইফতার কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “বন্ধ ক্যাম্পাসে ইফতারের সময় অনেক শিক্ষার্থীর সমস্যা হয়। হলের ডাইনিংয়ে ইফতারের ব্যবস্থা না থাকায় এবং আশপাশের দোকানগুলোর খাবারের মান ভালো না হওয়ায় অনেকেই কষ্টে পড়েন। কয়েকদিন আগে ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করেছিল, আজ ছাত্রদল করেছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইফতার আয়োজন করায় ছাত্রদলকে ধন্যবাদ জানাই। ভালো কাজের এমন প্রতিযোগিতা চালু থাকুক।”  
  

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়। তারা যেন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় এবং মানবকল্যাণে কাজ করে—এটাই প্রত্যাশা।"

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, "এতদিন বিএনপি ও ছাত্রদলের ইফতার আয়োজন ঘরোয়াভাবে হতো। দেশনায়ক তারেক রহমান উন্মুক্তভাবে ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছেন, যা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।" 

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্রদলের অনেক সাবেক নেতা আজ দেশের উচ্চপর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করবে।"

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নব্বইয়ের গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, মানবসেবায় এগিয়ে আসবে—এটাই প্রত্যাশা।"

নবীনতর পূর্বতন