নোবিপ্রবিসাস কর্তৃক মাদকমুক্ত ক্যাম্পাস সেমিনার ও ইফতার অনুষ্ঠিত


নোবিপ্রবি সংবাদদাতা:
নোবিপ্রবি সাংবাদিক সমিতি কর্তৃক মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ এবং নোবিপ্রবির উৎকর্ষ সাধনে ক্যাম্পাস সাংবাদিকতার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৫ মার্চ) নোবিপ্রবিসাসের সভাপতি ইমাম হোসাইনের সভাপতিত্বে ও সহ সভাপতি ফাহাদ হোসেনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য ও নোবিপ্রবিসাসের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবিসাসের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান এবং নোবিপ্রবি রিচার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শফিকুর রহমান। প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। 

প্রক্টর সহযোগী অধ্যাপক আরিফুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয় যতগুলো একটিভ ক্লাব রয়েছে তাদের মধ্যে নোবিপ্রবি সাংবাদিক সমিতির একটি। আমি আশা করব, তারা সত্য সংবাদ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক সবার সামনে তুলে ধরবে।"

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, "বাংলাদেশে ইয়াবার সবচেয়ে বড় যোগানদাতা হচ্ছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এছাড়াও ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য প্রচুর পরিমাণে প্রতিবছর ভারত থেকে বাংলাদেশে সাপ্লাই হয়। শুধু মাত্র ২০২-২৩ অর্থ বছরে আমরা প্রায় ৯ কোটি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছি সারা দেশ থেকে। বাংলাদেশ থেকে প্রতিবছর ৫ হাজার ১১৭ কোটি টাকার পাচার হয় শুধুমাত্র এই মাদক বিক্রির কারণে । আমাদের তরুণ সমাজ এই মাদকের সবচেয়ে বড় খরিদ্দার। তরুণ সমাজকে রক্ষা করার জন্য আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।"
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড ইসমাইল বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন দায়িত্ব নেওয়ার পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কোন ছাত্র বা কর্মকর্তা যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এছাড়াও মাদককে ঠেকাতে আমাদের প্রক্টরিয়াল বডি ও আনসার বাহিনী সিভিল ড্রেসে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। যাতে কোন ভাবেই মাদক ছড়াতে না পারে। মাদক শুধুমাত্র একটি ব্যক্তিকে নয় বরং একটি পরিবারকে ধ্বংস করে দেয়। পবিত্র মাহে রমজানে আমরা আমাদের সন্তান ও আত্মীয়-স্বজন যাতে মাদক থেকে দূরে থাকতে পারে আমরা সেই চেষ্টা করব। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও অন্যান্য ক্লাব করে যদি আরও বেশি অগ্রগামী হয় তাহলে মাদককে আমরা তারুণ্যের শক্তির মাধ্যমে প্রতিবাদ করতে পারব।"

এছাড়াও উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সাংবাদিক সময় টিভির ব্যুরো চিফ সাইফুল্লাহ কামরুল, এখন টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি নাসিম শুভ, নোবিপ্রবিসাসের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান কমিটির সদস্যবৃন্দ, ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, প্রতিনিধিসহ নোয়াখালীতে কর্মরত বিভিন্ন টেলিভিশন এবং সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ।
Cookie Consent
We serve cookies on this site to optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.