ডাকসু গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত, চূড়ান্ত হতে পারে আগামী সপ্তাহে


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য গঠনতন্ত্র চূড়ান্ত করতে যাচ্ছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের মতামত নিয়ে প্রথমে একটি খসড়া তৈরি করা হয়েছে। ওই খসড়া ছাত্র সংগঠনগুলোকে দেওয়া হচ্ছে এখন। তাদের আরও মতামতের ভিত্তিতে খসড়াটিতে সংযোজন-বিয়োজন করা হতে পারে। আগামী ২৫ মার্চ সিন্ডিকেটের সভায় এটি চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

ছাত্র সংগঠনগুলো ও প্রশাসনের সূত্রগুলো বলছে, ইতিমধ্যে তৈরি হওয়া খসড়া ফের ছাত্র সংগঠনগুলো দেওয়া হয়েছে। তাদের মতামত পেলে এটি সিন্ডিকেটে পাস করা হবে। গঠনতন্ত্র চূড়ান্ত হলে নির্বাচন কমিশন গঠনসহ অন্যান্য প্রক্রিয়া শুরু হবে। এরপর কয়েকমাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলে কর্তৃপক্ষ মনে করছে। সেক্ষেত্রে চলতি বছরের মাঝামাঝি সময়ে এ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ নির্বাচনের সময় নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আগে থেকে মতবিরোধ রয়েছে। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র শিবির এবং বিপ্লবী ছাত্র মৈত্রীসহ কয়েকটি সংগঠন ন্যূনতম সংস্কারশেষে দ্রুত নির্বাচনের কথা আগে থেকেই বলে আসছে। তবে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ কয়েকটি সংগঠন সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থীদের এবং গঠনতন্ত্র সংশোধনের পর নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে।

নবীনতর পূর্বতন